সিরাজগঞ্জে দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্র’র পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত
দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্র’র আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ত্রৈমাসিক দ্বিতীয় পর্বের (অক্টোবর-ডিসেম্বর) বৃত্তি প্রদান ও নামাযের পাঠ্য বিষয়ের বঙ্গানুবাদ আত্নস্থকরণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গত ২১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই নামক গ্রামে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে এ অনুষ্ঠানটি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের পিএইচ-ডি গবেষক ও কেন্দ্রের রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট ফেলো মীম মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রের চেয়ারম্যান জনাব গাজী এম. এ. মান্নান। অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বৃত্তি এবং পুরস্কারের অর্থ বিতরণ করেন কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য জনাব রাইসুল আজম মিন্টু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়াত করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহিয়া আফরিন মুন। সামষ্টিক মুনাজাত পরিচালনা করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান আবিদ। নামাযের পাঠ্য বিষয়ের বঙ্গানুবাদ উপস্থাপন করেন যথাক্রমে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মেহরাব হোসেন ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম। কেন্দ্রের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী আবু রায়হান পোদ্দার। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের তামাই শাখার সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ এবং খণ্ডকালীন শিক্ষক আব্দুস সবুর খান। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা জনাব মো. আমির হামজা, গ্রন্থাগারিক জনাব রুহুল আজম লেবু, কম্পিউটার অপারেটর মানিক কায়ছার প্রমুখ। উল্লেখ্য যে, ‘জ্ঞানই শক্তি-কর্মে মুক্তি’ স্লোগান নিয়ে জ্ঞানালোকিত মানুষ তৈরি করার প্রত্যয় নিয়ে ২০১৩ খ্রিস্টাব্দের ২২ ফেব্রুয়ারি কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।