অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে জীবনের সার্থকতা দৃশ্যমান হয়

বগুড়া অফিসঃ

সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন বলেছেন, শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সান্তনা দিয়ে হোক, অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে তবেই জীবনের সার্থকতা। মানুষের সবকটি মহৎ গুণাবলির মধ্যে সেবাব্রত অন্যতম। তীব্র শীতে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। শীতের এই দাপটে অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য শান্তিতে বসবাস অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সমাজের শীতার্ত মানুষকে সহযোগিতা করার। সরকারের পাশাপাশি আমরাও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় আজ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আমাদের এই কর্মসূচি অব্যহত থাকবে।
কোমলমতি শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, আরবি শিক্ষার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাধারণ শিক্ষা ও সুপ্ত মেধা বিকাশ ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রে তাদের অবদান রাখার মত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আহ্বান জানান। বগুড়ার ফুড ব্লগার আনিকা জেসির আয়োজনে গত সোমবার বগুড়া শহরের লতিফপুর দক্ষিণপাড়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে শীতবস্ত্র, উন্নতমানের খাবার, কোরআন শরীফ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হকসহ শিক্ষকবৃন্দ। কম্বল পেয়ে খুশি হয়ে এতিম শিশু আবদুল্লাহ বলেন, আমার মা বা নেই। ছোটবেলা থেকে মাদরাসায় আছি। শীতের সময় অনেক কাটাতে হয়। আজকে আপনাদের একটা মোটা কম্বল পেয়ে আমি অনেক খুশি হয়েছি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হক বলেন, আমাদের মাদরাসায় যারা পড়াশোনা করে তারা সকলে এতিম। তাদের কারও বাবা মা নেই। আমরা চেষ্টা করছি তাদের সকল চাহিদা পূরণ করে ইসলামী শিক্ষা দেওয়ার। শীত অনেক বেশী আর ওদের সব সময় অযু অবস্থায় থাকতে হয় আপনারা সহযোগীতা করলেন ইনশাআল্লাহ আমাদের ছেলেদের কিছুটা হলেও ঠান্ডা লাঘব হবে। শেষে প্রধান অতিথি এতিম শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *