জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ গত মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিতরণী অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান এর সঞ্চালনায় ও আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, আহবায়ক মাসুদ রানা প্রধান, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ জুয়েল, রাব্বি, রেজভি আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, যুবদলের সদস্য এফতাদুল, সাগর, লিটন, সোহেল, ইকবাল, রাজিবসহ যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।