শিশুদের মাঝে ধর্মীয় অনুভূতি জাগ্রত করতে এমন আয়োজন পাড়ায় মহল্লায় হওয়া উচিত
বগুড়া অফিসঃ
বগুড়ার গাবতলীতে টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ আদায় করায় ৮ শিশু কিশোরদের বাইসাইকেল উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে গাবতলীর দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ। ২০ জানুয়ারী আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামিমের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে বাইসাইকেল পুরস্কার প্রদান করা হয়। অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউপি চেয়ারম্যান তরুণদের আইডল নুর মোহাম্মাদ আবু তাহের। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাল ফেডারেশন বগুড়া শহর শাখার সাধারন সম্পাদক আনারুল ইসলাম, সমতা সমাজ কল্যান পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, দক্ষিনপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান রায়হান কবীর। অন্যদের মাঝে বগুড়া প্রভাত ফেরী স্কুলের সভাপতি সোহান, বগুড়া জেলা স্বর্ন শিল্প সমিতির ধর্মীয় সম্পাদক রাসেল জিলাদার, প্রচার সম্পাদক ফয়সাল আহম্মেদ, ইউপি সদস্য রবিউল আলম রবি, আলোর সন্ধানীর সদস্য আব্দুল হাই বাদশাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।