বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজে টিএমসি ডে উদযাপন
বগুড়া অফিসঃ
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে (টিএমসি) নানা আয়োজনে টিমসি ডে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার সকাল ৯টায় শহরের সাতমাথায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এতে টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় সবাই ব্যান্ডপার্টির তালে তালে নেচে গেয়ে পুরো শহর মাতিয়ে তোলেন। শোভাযাত্রা শেষে মন ইন কনভেনশন হলে দিনব্যাপী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের(শজিমেক) অধ্যক্ষ প্রফেসর ডাঃ রেজাউল আলম জুয়েল,টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, প্রফেসর ডাঃ মওদুদ হোসেন পাভেল, রোটাঃ ডাঃ মতিউর রহমান, বগুড়া পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাফ্ফর হোসেন উপস্থিত ছিলেন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত টিএমএসএস মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে টিএমসি ডে দিনব্যাপী নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হবে।