জয়পুরহাটের ক্ষেতলালে বিধবাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন এর উদ্দ্যোগে বিধবাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৮ জানুয়ারী রোজ শনিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসহায় বিধবা মহিলাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এছাড়াও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, আওলাদ হোসেন, স্বাধীন হোসেন, আল আমিন, সাম সুমন, নাজিম হোসেন, সাব্বির হাসান, সুলাতন মাহমুদ, রাব্বি হাসান প্রমুখ।