মওদুদ বাবু বাংলাদেশ আন্ত: শিক্ষাবোর্ড কর্মচারী ফেডারেশনের যুগ্ম মহাসচিব নির্বাচিত
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম বাবু বাংলাদেশ আন্ত: শিক্ষাবোর্ড কর্মচারী ফেডারেশনের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত ৩০ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ আন্ত: শিক্ষাবোর্ড কর্মচারী ফেডারেশনের বার্ষিক সাধারন সভায় সদস্যদের ভোটে তিনি এক বছরের জন্য যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। মওদুদ বাবু বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডে তার কর্মস্থলে পৌছালে বোর্ডের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি পাশে থাকায় তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।