জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান
অনলাইন ডেস্কঃ
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারী সোমবার মাদ্রসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন গভর্নিং বডি’র সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, গভর্নিং বডি’র সহ-সভাপতি আনোয়ারুল হক, মাদ্রাসার মুফাসসির ড. রেজাউল করিম খাঁন, প্রভাষক মাও: মাহমুদুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, গভর্নিং বডি’র সদস্য মুফতি মাও: সাইদুল ইসলাম, কুতুবুল আলম, পলাশসহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রধান অতিথি জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজীয় শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।