জয়পুরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের মালিপাড়া এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ১৩ পজযুংডভাউ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহানকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, সিএনজি চালক ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের আমজাদ হোসেন, শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হোসেন, ক্ষেতলাল খাদ্যগুদাম মহল্লার গৃহবধু শাহনাজ পারভিন, ক্ষেতলাল উপজেলার বিআরডিবি অফিসের মাঠকর্মী শাহিনুর আক্তার ও নওগাঁর ধামুরহাটের নসীরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

পক্ষতলাল থানার ওসি রাজিবুল হাসান জানান, জয়পুরহাট থেকে ৬ জন যাত্রী নিয়ে সিএনজিটি ক্ষেতলালের দিকে যাচ্ছিল। পথে মালিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও তিনজনের মৃত্যু হয়। ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে খবর পেয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিহতদের দেখতে যান জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। নিহতদের প্রত্যেক পরিবারকে তিনি ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *