জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

অনলাইন ডেস্কঃ

জয়পুরহাটের সুনামধন্য বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা (সাবক জয়পুরহাট ক্যাডেট মাদরাসা) এর উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে রওজাতুল কুরআন মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাশরেকুল আলমের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার ৬নং কাউন্সিলর মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি’র বক্তব্য দেন কালাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি আসাদুজ্জামান মুকুল, মাদ্রাসার পরিচালক আবুল বাসার, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুর মাহমুদ, সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, মাওলানা আশরাফুল ইসলাম, আবু সুফিয়ান, মাওলঅনা মুক্তারুল ইসলাম, রাসেল হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক রশীদুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, হানাইল কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য পলাশ হোসেনসহ জনপ্রতিনিধি, অভিভাবক, মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ১শ’২৪ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ। এছাড়াও পুরুষ ও মহিলা অভিভাবকদের এবং শিক্ষকদের নিয়ে পৃথক পৃথক খেলা অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *