বগুড়ার মাটিডালী বাজার ব্যবসায়িদের উদ্যোগে ইসলামী জলসা
বগুড়া অফিসঃ
বগুড়ায় মাটিডালী বাজার ব্যবসায়িদের উদ্যোগে বিরাট ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার মাটিডালী বাজার প্রাঙ্গনে এ জলসা অনুষ্ঠিত হয়। উক্ত জালসায় প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন রাজু। প্রধান অতিথি মাটিডালী বাজারকে একটি আধুনিক বাজারে রুপান্তর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মাটিডালী বাজার এবং বাজারের পাশে থাকা করতোয়া নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এলাকার ব্যবসায়ী, সাধারণ নাগরিকসহ সকলের দায়িত্ব।