‘মানবজমিন নি:সংকোচে গণমানুষের কথা বলে যাচ্ছে’
বগুড়া অফিসঃ
‘দৈনিক মানবজমিন নি:সংকোচে গণমানুষের কথা বলে যাচ্ছে। কারো তাঁবেদারী না করে সাদাকে সাদা আর কালোকে কালো বলে যাচ্ছে। সাংবাদিকতার জায়গায় কখনো মানবজমিনকে এদিক সেদিক হতে দেখা যায়নি। অন্যায়ের প্রতিবাদ আর নির্যাতিত মানুষের ভরসায় পরিনত হতে পেছেরে মানবজমিন। দেশে সংবাদপত্রের ইতিহাসে নতুন ধারার জন্ম মানবজমিন। দেশীয় পাঠক ট্যাবলয়েটের ধারণা মানবজমিনের কাছেই পেয়েছে’। বগুড়ায় দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী পালন অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, ফোর আর আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম, দৈনিক ভোরের কাগজের বগুড়া জেলা প্রতিনিধি বাদল চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, দীপ্ত টেলিভিশনের বগুড়া প্রতিনিধি এসএম আবু সাঈদ, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দপ্তর সম্পাদক ফেরদৌস রহমান, জাতীয় দৈনিক আমার সুন্দর দেশের নির্বাহী সম্পাদক ইকবাল হোসেন, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের কোষাধ্যক্ষ তহমিনা পারভিন শ্যামলী, দৈনিক আজকের পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান, দৈনিক মানবজমিনের নন্দীগ্রাম প্রতিনিধি নাজির হোসেন, কাহালু উপজেলা প্রতিনিধি মহররম আলী, শিবগঞ্জ সংবাদাতা ইফতেখারুল ইসলামপ্রমূখ। অনুষ্ঠানে কেককেটে রজতজয়ন্তী উৎসব পালন করা হয়।