বগুড়ায় ফুটপাতে অবৈধভাবে দোকান বসানোর অপরাধে ৬ হাজার টাকা জরিমানা
বগুড়া অফিসঃ
বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২২ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৫ টার সদর উপজেলার কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়। জানা গেছে, অবৈধভাবে ফুটপাতে কাবাব ও চাপের দোকান বসানোর অপরাধে ৩ জন দোকানিকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদন্ড প্রাপ্তরা হলেন হলেন, মহব্বত, ফিরোজ ও সারোয়ার। এ সময় ফুটপাতের উপর থেকে তাদের দোকান উচ্ছেদ করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল নাইম ও খালিদ বিন মনসুর। এসময় বগুড়া পৌরসভার পরিদর্শক শাহ আলী ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।