আধুনিক বাংলা কবিতায় অনন্য অবদান রেখে অমর হয়ে আছেন কবি আল মাহমুদ
পাবনা প্রতিনিধিঃ
কবি মোশাররফ হোসেন খান বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি “আল মাহমুদের জীবন ও সাহিত্য শীর্ষক” আলোচনা সভা পাবনা সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি, জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত হয় । সংসদের পরিচালক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় সংসদের সভাপতি কবি নোমান মোশারফের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাসিক কিশোর কন্ঠের সম্পাদক ও প্রখ্যাত সাহিত্যিক কবি মোশাররফ হোসেন খান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রিন্সিপাল ইকবাল হুসাইন, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক অধ্যাপক রাকিব উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক আব্দুল গাফফার খান। কবি আল মাহমুদের লেখা ভাষার গান পরিবেশন করেন সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক শিল্পী শফিকুল ইসলাম শাকিল, কবির কবিতা আবৃত্তি করেন কবি নোমান মোশারফ। প্রধান অতিথি কবি মোশাররফ হোসেন খান বলেন, কবি আল মাহমুদ এর মতো দেশপ্রেমিক সাহিত্যিক আজ বড় প্রয়োজন। তিনি বলেন,কবিকে সরকার মূল্যায়ন করতে ব্যার্থ হয়েছে। তিনি বলেন,কবি আল মাহমুদের সাহিত্য পাঠ আজকের তরুণদের বড় প্রয়োজন। আল মাহমুদ তার সৃষ্টির মধ্য দিয়েই অনন্ত কাল বেঁচে থাকবেন বাংলা সাহিত্যের অঙ্গনে।