জয়পুরহাটে জাতীয় ভোটার দিবস পালিত
অনলাইন ডেস্কঃ
ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে এই প্রতিপাদ্য কে নিয়ে জয়পুরহাটে জাতীয় ভোটার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ২ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মাশরেকুল আলম প্রমুখ। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, ভোটাররা যেন সঠিক নিয়ম মেনে ভোটার হয় এবং ভোটার হতে এসে যেন কোন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার আহবান জানান। নতুন প্রজন্ম কে ভোটার হওয়ার জন্য উৎসাহিত করার আহবান জানান।