জয়পুরহাটে দৈনিক সময়ের আলো’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
অনলাইন ডেস্কঃ
জয়পুরহাটে দৈনিক সময়ের আলো পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। ২ মার্চ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাব কার্যালয়ের নিজস্ব ভবনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, টেলিভিশন রিপোটার্স ক্লাবের সভাপতি মোমেন মুনি, সময়ের আলো’র জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামিম কাদির, সাংবাদিক আল মামুন, মনিরুজ্জামান, সুজন কুমার মন্ডল, জনি সরকার, সুলতান মাহমুদ প্রমূখ।