জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় ভোটার দিবস উদযাপন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

“ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২ মার্চ সারা দেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলালেও জাতীয় ভোটার দিবস ২০২৩ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় নির্বাচন অফিস থেকে একটি র‌্যালী বেরহয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে এসে আলোচনা সভা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা এর সভপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ মোঃ মোস্তাকিম মন্ডল, ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু. উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও আলমপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আনিছার রহমান, ওসি তদন্ত মোঃ মাকছুদুর রহমান, বীর মুক্তি যোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন, মানবিক ফাউন্ডেশনরে পরিচালক ফেরদৌসি রানা প্রমুখ। আলোচনা সভা শেষে নতুন ভোটাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *