জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান
অনলাইন ডেস্কঃ
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ২ মার্চ বৃহস্পতিবার মাদ্রসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্ঠিয়া’র আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। মুফাসসির ড. রেজাউল করিম খাঁন এর সঞ্চালনায় বক্তব্য দেন গভর্নিং বডি’র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল মতিন, কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ তোহা আলম, মুহাদ্দিস মাও: আবুল কালাম আজাদ, মাও: সাইদুল ইসলাম, মাও: ফজলুল হক, নুরুল ইসলাম বুলু ও প্রভাষক ফাহমিদা সুলতানা প্রমুখ।