জয়পুরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
অনলাইন ডেস্কঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা উপলক্ষে আলোচনা সভা সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা তথ্য অফিসার সোহেল মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হাক্কানী ,রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মাশরেকুল আলম,শাহাদুল ইসলাম সাজু, প্রমুখ। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের উপর মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুর রহমান। প্রধান অতিথি সালেহীন তানভীর গাজী বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।এবং নিজেদের কে আরও বেশি সচেতন হতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উপস্থিত সকলের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন এবং তার কিছু পরিকল্পনার কথা তিনি শেয়ার করেন।