টিটিসি’র আয়োজনে জয়পুরহাটে বিএমইটি ব্যাড মিন্টন টূর্ণামেন্ট এর পুরষ্কার বিতরণী
অনলাইন ডেস্কঃ
জয়পুরহাটে বিএমইটি ব্যাড মিন্টন টূর্ণামেন্ট এর পুরষ্কার বিতরণী গত সোমবার জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আসিফ আজিজ,জেলা কর্মসংস্থান ও জন শক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল লতীফ, এজিএম আল ইমরানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। টূর্ণামেন্টে ২ টি ক্যাটাগরীতে ১০ টি টিমে ২০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন।এতে চ্যাম্পিয়ন সিঙ্গেল হয়েছে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, রানার্সআপ সিঙ্গেল সহকারী কমিশনার আজহারুল ইসলাম, চ্যাম্পিয়ন ডাবলস্ জয়পুরহাট জেলা পুলিশ, রানার্সআপ ডাবলস্ জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল দেওয়া হয়।