জয়পুরহাটে জাতীয় পাট দিবস পালিতঃ পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মান
অনলাইন ডেস্কঃ
পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মান, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পাট দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী গত সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল করিম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, চেম্বার এর পরিচালক এম এ করিম,জেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মাশরেকুল আলম প্রমুখ। প্রধান অতিথি সালেহীন তানভীর গাজী বলেন পাটের উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং কৃষকদের কে আগ্রহী হতে হবে।এবং পাট আমাদের জাতীয় সম্পদ এ সম্পদ কে রক্ষা করতে সকলকে সচেষ্ট থাকতে হবে। পলিথিন এর বিকল্প হিসেবে বাজারে পাটের তৈরী ব্যাগ সরবরাহের পরামর্শ দেন তিনি।