জয়পুরহাটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আলোচনা সভা
অনলাইন ডেস্কঃ
রাজনীতিতে নারীর অগ্রগতি, টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই, এই প্রতিপাদ্য কে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন উপলক্ষে জয়পুরহাটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে এক আলোচনা সভা গত সোমবার সকাল ১০ টায় জেলার স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্ট স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ আওয়ামী লীগ ও বিএনপি অন্যান্য নারী নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনডেমক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, প্রোগ্রাম আসোসিয়েট রায়হান আলী প্রমুখ।