জয়পুরহাটের ক্ষেতলালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে একটি শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল। এসএম শওকত এর সঞ্চালনায় ওই সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার গুন্না, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল হাসান, ওসি তদন্ত মোঃ মাকসুদুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাগরিকা কার্জ্জী, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা রিপন আহম্মেদ, আরডিও কর্মকর্তা সেলিনা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শামীমা আক্তার, ব্র্যাক মানবাধিকার কর্মী রুমা আক্তার, প্রধান শিক্ষক আজিজার রহমান, মশিউর রহমান তুহিন প্রমুখ।