টিএমএসএস এর আলোচনা সভাঃ ইন্টারনেট ভিত্তিক সংঘটিত নারী কেন্দ্রিক অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে
বগুড়া অফিসঃ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে নারী কেন্দ্রিক যে সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে, সেই সম্পর্কে সব বয়সের নারীদের কে স্বচেতন করা আমাদের দায়িত্ব। বিশেষ করে সাইবার অপরাধ সম্পর্কে স্বচেতনতা বৃদ্ধি করতে হবে এবং করণীয় সম্পর্কে সকল নারীকে অবগত থাকতে হবে। ১৩ মার্চ সকালে হোটেল মম ইন, বগুড়ায় টিএমএসএস’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, টিএমএসএস এর যাত্রা শুরুই হয়েছে নারীদের নিয়ে কাজ করার জন্য। এই সংস্থা অত্যান্ত সফলতার সাথে দেশের নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছে। পিকেএসএফ ও সাথে আছে এবং থাকবে। তিনি এসডিজি অর্জনে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান। টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নিজ দক্ষতায় সাফল্য অর্জনকারী কয়েকজন নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. নমিতা হালদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ড. মোঃ আজিজুল হক, টিএমএসএস উপদেষ্টা তপন কুমার নাথ, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন, পুলিশ পরিদর্শক খোরশেদা বানু কণা, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক আব্দুল কাদের, ডা: মতিউর রহমান, পরিচালক শাহজাদী বেগম, সেক্টর প্রধান ফয়জুন নাহার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, টিএমএসএস উর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, পরামর্শক ও অভিভাবকবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। অনুষ্ঠানে আগত কিশোরী ক্লাব ও টিএমএসএস অটিজম স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার টিএমএসএস পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল, মেডিকেল কলেজ পরিদর্শন এবং মাঠ পর্যায়ে পরিচালিত কৃষি প্রকল্প দেখেন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।