জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ ১২ থেকে ১৪ মার্চ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে গত ১৩ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যের উপর গুরত্ব দিয়ে এ সভার প্রধান অতিথির বক্তব্য দেন। কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনফুজুর রহমান মিলন। সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ছাত্র সাদিক বিন মাহবুব, গিতা পাঠ করেন ছাত্রী গিতা রানী রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই পৌরসভার মেয়র মোছাঃ রাবেয়া সুলতানা, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য মেয়ে শেখ হাসিনার ভূমিকা উল্লেখ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বাবু মনীশ চৌধুরী। এ সভায় উপজেলার কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।