জাতীয়করণের দাবিতে জয়পুরহাটে শিক্ষকদের মানববন্ধন
অনলাইন ডেস্কঃ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জয়পুরহাট জেলার শিক্ষক সমিতি মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ১৩ মার্চ সোমবার বেলা ১২ টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে সড়কের পাশে জেলার ৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষকরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার শিক্ষক সমিতির সভাপতি ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সাধারণ সম্পাদক ও দোগাছী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও রাঘবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, পাঁচবিবি উপজেলার সভাপতি ও আয়মা হাজী মু: উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, সাধারণ সম্পাদক ও রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল, সৃজনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।