মেডিকেলে চান্সপ্রাপ্ত বগুড়ার কৃতি শিক্ষার্থী নাজিরাকে ফুলের শুভেচ্ছা জানালেন বগুড়া জেলা প্রশাসক
বগুড়া অফিসঃ
গণমাধ্যমে প্রকাশিত খবরে অবগত হয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বগুড়ার এক শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক। বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম কৃতি শিক্ষার্থী নাজিরা সুলতানাকে এই শুভেচ্ছা জানান। জানা যায়- নাজিরার পিতার নাম মো: নজরুল ইসলাম। তারা এরুলিয়া, বগুড়া সদর, বগুড়ার বাসিন্দা। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ এ উত্তীর্ণ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েও পারিবারিক অসচ্ছলতার কারণে মেডিকেলে ভর্তিসহ পড়ালেখা চালিয়ে নেয়ার ব্যাপারে তার পরিবার দুশ্চিন্তায় আছেন নাজিরা। বিষয়টি জেলা প্রশাসন বগুড়া অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তাঁর এই অদম্য ইচ্ছা শক্তিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষের সাথে যোগাযোগ করে উক্ত শিক্ষার্থীর বাসায় সশরীরে উপস্থিত হয়ে মেডিকেল এ ভর্তি ফি, বই এবং হোষ্টেলে অবস্থানকালীন ব্যয়ের জন্য জেলা প্রশাসকের পক্ষ হতে এককালীন ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য জেলা প্রশাসন, বগুড়া সব সময় নাজিরা’র মতো অধম্য শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।