জয়পুরহাটে মহান স্বাধীনতা দিবস ও জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মহান স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ রবিবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভারতের কলকাতা প্রেসক্লাবের সভাপতি ¯েœহাশিস সুর, রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন ও ভিডিওগ্রাফী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যপক ড. সান্তন চট্টোপাধ্যায়, কলকাতা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহবায়ক সৌম্যব্রত দাস ও সদস্য বিদ্যুৎ মজুমদার। সভায় ভারতীয় বক্তারা বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ একটি উন্নত দেশে রুপান্তর হতে চলেছে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করে।