টিএমএসএস মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণ “তুমি গায়ক” বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি

বগুড়া অফিসঃ

টিএমএসএস মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণ “তুমি গায়ক” এর গ্র্যান্ড ফিনালে ১৯ মার্চ রবিবার অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এসময় বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া হলো শিল্প ও সংস্কৃতির নগরী। আগামীতে এই শহরকে আধুনিক শিল্প ও সংস্কৃতির নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিমন্ত্রী আরো বলেন, ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমী সকল সুবিধা নিয়ে একটি বহুতল ভবন নির্মিত হচ্ছে। ভাওয়াইয়া অথবা লোক সঙ্গীতের কোন কালচারাল একাডেমী অথবা গবেষণা কেন্দ্র যদি মন্ত্রণালয়ের সঙ্গে আপনাদের প্রস্তাবের সাথে মেলে তাহলে সেটি করা সম্ভব। অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিচারকের প্যানেলে ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী খুরশিদ আলম।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে ১১ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে প্রথম একজন, দ্বিতীয় দুই জন এবং তৃতীয় ৮ জন বিচারকের রায়ে বিজয়ী নির্বাচিত হয়। প্রথম স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসাবে ১ লক্ষ টাকা, একটা ট্রফি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট, দ্বিতীয় স্থান অর্জনকারী ২ জন প্রত্যেকে পৃথকভাবে ৫০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী ৮ জন বিজয়ীর প্রত্যেক জন কে ২৫ হাজার টাকা পুরস্কার সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও পূর্ব নির্বাচিত চতুর্থ স্থান অধিকারী ১০ জনকে প্রত্যেক ১০ হাজার টাকা করে ও ৫ম স্থান অধিকারী ২০ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪১ জনকে পুরস্কৃতি করা হয়। বিচারকের রায়ে “তুমি গায়ক” এর প্রথম স্থান অর্জন করে সাদিয়া ইসলাম প্রেরণা। সরকারী আজিজুল হক কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া ৪ বছর বয়স থেকে সঙ্গীত চর্চা করছে। যৌথভাবে ২য় স্থান অর্জন করেছে অর্পিতা কুন্ডু (সৃষ্টি মনি) ও মোঃ মিলন চৌধুরী। বিচারক প্যানেলের অপর দুইজন ছিলেন বগুড়ার সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব তৌফিকুল আলম টিপু ও তৌফিক হাসান ময়না। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, টিএমএসএস’র পরামর্শক, উপদেষ্টা, আজীবন সদস্য, এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ। ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমীর উদ্যোগে বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মম ইন বিনোদন জগৎ তৌফিক হাসান ময়না মঞ্চে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমী এর অধ্যক্ষ, মোঃ আব্দুল হান্নান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *