জয়পুরহাটের মাদক বিরোধী ও সুধী সমাবেশ: উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে এমপি দুদুর আহবান
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের এম এম ডিগ্রী কলেজ মাঠে মাদক বিরোধী ও বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মসূচি উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দোগাছী ইউপি চেয়ারম্যান সামসুল আলম সুমন এর আহ্বানে মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় অভিভাবক ও সুধী সমাবেশে দোগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু শেখর মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন জনপ্রতিনিধিরা। সুধী সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণকে মধ্যাণ্যভোজ করানো হয়।