বগুড়ায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলো ১৩৩০টি পরিবার
তহমিদুর রহমান বগুড়া অফিসঃ
বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর হস্তান্তরের মধ্যদিয়ে আরও ৫টি উপজেলাকে ভূমিহীন- গৃহহীনমুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। ২২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদে ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়- এদিন বগুড়া জেলার সদরে ২০১টি, আদমদিঘীতে ৮৪টি, ধনুটে ২৮টি, গাবতলীতে ৭০টি, কাহালুতে ১০টি, সারিয়াকান্দিতে ৪১৭টি, শাজাহানপুরে ৭৭টি, শেরপুরে ১৭১টি, শিবগঞ্জে ১১৫টি এবং সোনাতলাতে ১৫৭টিসহ সর্বমোট ১৩৩০টি উপহারের ঘর দলিলসহ হস্তান্তর করা হয়।
বগুড়া সদর উপজেলা নির্বাহি অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এর আগে জেলার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করা হয়েছে। এবার আরও ৫টি উপজেলা (সোনাতলা, শিবগঞ্জ, কাহালু, শাজাহানপুর, ধনুট) কে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হলো। তিনি আরও বলেন, সরকার দেশের একটিও মানুষকে ভূমিহীন ও গৃহহীন রাখবে না। দেশে ৩৯৩৬৫টি উপহারের ঘর প্রদান করেন বিনামূল্যে। যার মধ্যে বগুড়া জেলাতে প্রথম ধাপে ১৪৫২টি, দ্বিতীয় ধাপে ৮৫৭টি, তৃতীয় ধাপে ১২৮৪ এবং চতুর্থ ধাপে ১৩৩০ টি ঘর অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করলেন। জেলা প্রশাসক বলেন, আগামী জুলাইয়ের মধ্যে পুরো বগুড়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করা হবে। আর যেসব উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করার পরেও যদি কারো চাহিদা থাকে তবে আবেদন করলে ঘর দেওয়ার ব্যবস্থা করব। উপহারের ঘর পেলে শহরের ফুলবাড়ী এলাকার বাসিন্দা মোছাঃ মিনু বেগম বলেন, আজ থেকে নিজের ঘরে মাথা গোঁজার ঠাঁই পেলাম। সরকার আমাদের বিনামূল্যে এত টাকা ব্যয় করে দলিলসহ জায়গা ঘর নির্মাণ করে দিলেন। দেশে এর আগেও অনেক সরকার ছিল কোন সরকার আামদের মত অসহায় মানুষের জন্য এমন করে ভাবেনি। প্রধানমন্ত্রীকে যে কি বলে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। দোয়া করি এমন সরকার বাংলাদেশে বারবার আসুক। শেখ হাসিনার মত সরকারের বিকল্প নেই।
এ সময় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, জেলা পরিষদের নির্বাহি কর্মকর্তা মো. আশরাফুল মমিন খান, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. ডালিয়া নাছরিন রিক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেনসহ সদরের প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।