সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় ইফতার সামগ্রী বিতরণ

বগুড়া অফিসঃ

সবুজ স্বপ্ন ফাউন্ডেশন এর উদ্যোগে বগুড়া রেলওয়ে স্টেশনে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২৪ মার্চ শুক্রবার প্রথম রোজায় এই ইফতারের আয়োজন করে ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন। খাবার বিতরণকালে তিনি বলেন, সারাদিন না খেয়ে থাকা ও বাহারি রকমের ইফতার ও মজাদার সুস্বাদু খাবার উপভোগ করাই রোজার উদ্দেশ্য নয়। সমাজে পিছিয়ে পড়া, অসহায় অবহেলিত মানুষদের  নিয়েও আমাদের চিন্তা করতে হবে, হৃদয়ের প্রসারতা বাড়িয়ে আত্মাকে পবিত্র করতে হবে। তবেই সিয়াম সাধনার উৎকর্ষ সাধিত হবে। ইফতার সামগ্রী পেয়ে খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটে। অনেকেই ভেবেছিলেন প্রথম রোজা ইফতারি শুধু পানি দিয়েই করতে হবে। এসব মানুষের হাসি ফুটাতেই এমন আয়োজন চলমান থাকবে বলে জানান খায়রুল আলম লাখিন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *