জয়পুরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
অনলাইন ডেস্কঃ
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ। এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, মোটর শ্রমিক, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। এছাড়া দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, কুচকাওয়াজ, দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ের ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য প্রার্থনার আয়োজন করা হয়।