তুরস্কে ‘বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তুরষ্ক- বাসাত’ এর গ্র্যান্ড ইফতার
তুর্কিয়ে থেকে নাসিবা আমিনঃ
প্রতি বছরের ন্যায় এবারও তুরস্কে অবস্থানরত বাংলাদেশিরা একসাথে ইফতার করল ইস্তাম্বুলে। ৮ এপ্রিল শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদের পাশে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় বাসাত গ্র্যান্ড ইফতার শীর্ষক এই অনুষ্ঠান। আয়োজন করে তুরস্কে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তুরষ্ক- বাসাত’। বিদেশের মাটিতে দেশীয় খাবারের আয়োজন বিশেষ করে রমজানের ইফতার দুষ্প্রাপ্য। বাংলাদেশি শিক্ষার্থীদের বড় একটি অংশ যখন ছাত্রাবাসে থাকে তখন তা আরো কঠিন হয়ে যায়। তাই এই আয়োজন বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য ছিল বহুল প্রতীক্ষিত। বাসাত এর সকল সদস্যের নিরলস পরিশ্রমের ফলে জমকালো আয়োজনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান।
বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৩ এর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্স্যুলেট ইস্তানবুলের কনসাল জেনারেল মোহাম্মাদ নুরে আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন তুরস্কে বিদেশি ছাত্র অরগানাইজেশনসমূহের প্রতিনিধি সহ তুরস্কের নামি-দামি সব প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের পাশাপাশি তুরস্কসহ বিভিন্ন দেশের প্রায় তিনশতাধিক অতিথিদের মিলনায়তনে রূপান্তর বাসাত আয়োজিত এই অনুষ্ঠান।
পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় গ্র্যান্ড ইফতার। ইফতারের পূর্বে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা হৃদয় জুড়ানো কণ্ঠে বিভিন্ন হামদ-নাত গেয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন। অতিথিদের অভিব্যক্তিতে ফুটে উঠে বাংলাদেশিদের আপ্যায়নের প্রশংসা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের আন্তরিকতা, সংহতি, ধর্মপ্রীতি দেখে বরাবরের মতোই মুগ্ধ ছিলেন অতিথিরা। বাংলাদেশি শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা নিয়েও বিস্মিত হয়েছেন তারা।