দিনাজপুরের বিরামপুরে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিরামপুরে পহেলা বৈশাখ ১৪৩০ উপলক্ষে বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব খায়রুল আলম রাজু’র নেতৃত্বে বিরামপুর পৌরসভা কার্যালয় থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর উপজেলার নির্বাহী কর্মকতা জনাব পরিমল কুমার সরকার, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর সরকারি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অদৈত্য কুমার, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, একুইর মঙ্গলপুর স্কুলের প্রধান শিক্ষক ফারুক ই আজমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।