ধামইরহাটে মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় মুজিবনগর দিবস উপলক্ষে বিস্তারিত আলোকপাত করেন সরকারি এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম। আলোচনায় আরও অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।