বগুড়ায় নির্বাচন কর্মকর্তাদের সাথে এবি পার্টির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বগুড়া অফিসঃ
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ সিনিয়র জেলা নির্বাচন অফিসার, বগুড়া মোঃ মাহমুদ হাসান এবং সদর উপজেলা নির্বাচন অফিসার মোছা: আছিয়া খাতুন বগুড়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ নির্বাচন কর্মকর্তাদের এবি পার্টির গঠনতন্ত্র ও রাষ্ট্র মেরামতের রূপরেখা বইটি প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা আহবায়ক গোলাম রহমান রয়েল, বগুড়া জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সহকারি সদস্য সচিব এস এ জাহিদ সরকার, জেলা যুগ্ম আহবায়ক এ কে এম রাশেদুজ্জামান নয়ন, বগুড়া জেলা যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ তাকী ও মোঃ রনি, বগুড়া জেলার সহকারি সদস্য সচিব, মুসব্বিরুল ইসলাম অর্ণবসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।