বিরামপুরের বিজুলে বাস ট্রাকের সংঘর্ষে নিহত ২ আহত ১৩
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
১৬ এপ্রিল ভোরে আনুমানিক সাড়ে ৫ টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল বাজার নামক স্থানে ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন ও ঢাকাগামী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মধ্যে আহত ১৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদেরকে দেখতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে যান দিনাজপুর জেলা প্রশাসক। জেলা প্রশাসন, দিনাজপুরের পক্ষ হতে ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ২৫,০০০ টাকা এবং আহতদেরকে ১০,০০০ টাকা প্রদান করা হবে।