বগুড়ায় কৃষকের ধান কেটে দিল শহর স্বেচ্ছাসেবক লীগ

বগুড়া অফিসঃ

বগুড়ায় কৃষকের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিল শহর স্বেচ্ছাবেক লীগ। ৬ মে ২০২৩ শনিবার দুপুরে শহরের ১৪ নং ওয়ার্ড ছিলিমপুর এলাকার কৃষক রঞ্জু শেখের জমির ধান কেটে কর্মসূচির উদ্বোধন করেন নেতাকর্মীরা। কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন শেখ, সহ-সভাপতি রাসেল মন্ডল, আতিকুর রহমান শুভ, মাসুদ আহম্মেদ, রায়হান শেখ, শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় শেখ, আরমান সরকার লিখন, মিথন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, নাসের শেখ, দপ্তর সম্পাদক সাজন ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শফিউল আলম শিম্পু, রিদয়, মুক্তার, মানিক, ডিক্কু, বাঁধন, নীরব, সিজু সজল, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ শেখ আপেল, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিনসহ প্রমুখ। এসময় শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় আমরা বগুড়ায় ধান কাটা কর্মসূচি আজ থেকে শুরু করেছি। বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। কোন কৃষকের ধান মাঠে রেখে আমরা ঘরে ফিরবো না।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *