বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভালঃ হুইপ স্বপন

অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র। এতো অশিক্ষিত মানুষ এবং সীমিত সামর্থ্য। তারপরেও বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভাল। ৪মে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। স্বপন আরও বলেন, আগে গ্রামে গেলে মানুষ শুধু বিদ্যুৎ চাইতো। বর্তমান জয়পুরহাট জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। এছাড়া প্রত্যন্ত গ্রামে যেসব রাস্তা কাঁচা রয়েছে তা আগামী তিন বছরের মধ্যে পাকাকরণ করা হবে। হুইপ বলেন, আমরা ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরী করবো। এজন্য দ্রæতই ইউনিয়ন পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হবে। ২০২৭ সালের মধ্যে জয়পুরহাট জেলায় ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরী করা হবে।

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ কেএম জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতাল নির্মাণ কমিটি আহবায়ক মোমিন আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *