রংপুরে সাংবাদিক সমাবেশ ও মতবিনিময় সভা
রংপুর প্রতিনিধিঃ
২৩ জুলাই রংপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিলাম। জমজমাট আয়োজন ছিল। যমুনা টিভি, নিউজ টুয়েন্টিফোর, চ্যানেল টুয়েন্টিফোর, ইন্ডিপেন্ডেন্ট টিভি, নাগরিক টিভি, এশিয়ান টিভি, বাংলা টিভি, মাইটিভি, মোহনা টিভিসহ প্রথম সারির টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিন, নয়াদিগন্ত, ইত্তেফাক, কালের কন্ঠ, নিউএজ, ডেইলি সানসহ শীর্ষ স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশ প্রত্যাশার চেয়েও বেশি উপহার দেয়। জানা যায়, রংপুরে স্থানীয়ভাবে নিয়মিত প্রকাশিত হয় ১১টি দৈনিক। এসব দৈনিকে রয়েছে ইউনিয়নের ইউনিট।
দক্ষ সংগঠক, উত্তর জনপদের মেধাবী সাংবাদিক যমুনা টিভি ও নয়া দিগন্তের ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান ইউনিয়নের সাধারণ সম্পাদক। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুরের সাংবাদিকদের অন্যতম অভিভাবক দিনকালের ব্যুরো প্রধান খালেকুজ্জামান সালেক। দীর্ঘ সাড়ে তিন ঘন্টার সমাবেশে বিভাগীয় শহরের প্রভাবশালী সংগঠন রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সম্পাদকেরা বক্তব্য রাখেন। সবাই পেশাদারিত্বের ওপর জোর দিলেন। নির্যাতিত সাংবাদিকেরা বিবরণ দিলেন হামলা, মামলা নিপীড়নের। উল্লেখ্য সব মিলিয়ে ১৩৬ সদস্যের বড়ো একটি অঙ্গ ইউনিয়ন যুক্ত হতে যাচ্ছে বিএফইউজের সংগ্রামী অভিযাত্রায়।