পাঁচবিবিতে গ্রীন ও ক্লিন সিটি মডেল পৌরসভা গঠনে মত-বিনিময় সভা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গ্রীন ও ক্লিন সিটি মডেল পাঁচবিবি পৌরসভা গঠনের লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ডে পাইলটিং কার্যক্রম শুরুর নিমিত্বে পাঁচবিবি পৌরসভার আয়োজনে এক মত-বিনিময় সভা-২০২৩ আজ সোমবার বিকেলে দমদমা ড্রিমল্যান্ড কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র নূর হোসেনের আহবানে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না,উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন,সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব,মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, অধ্যক্ষ ওবায়দুর রহমান ও ৯ নং ও য়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মোশাইদ আলামিন সাদ প্রমুখ।প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন পৌর শ্মশান কমিটির সেক্রেটারি ভজন কুমার মোহন্ত ও অমল প্রসাদ পান্ডে। এছাড়াও হাতে বানানো ডালি ও খইচালা উপহার দেন ৫ নম্বর ওয়ার্ডের ২জন মৃত শিল্পীরা। সভা শেষে নিজ উদ্যোগে বাড়ির আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার স্বীকৃতি স্বরূপ আব্দুল আহাদ আসলাম ও অধ্যাপক মোঃ আব্দুর রউফ মণ্ডলকে পৌর মেয়র পদক- ২০২৩ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।