জয়পুরহাটে জেলা বিএনপির দোয়া মাহফিল
অনলাইন ডেস্কঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর শ্বশুর ও তার স্ত্রী জোবাইদা রহমানের পিতা সাবেক মন্ত্রী ও নৌ বাহিনীর সাবেক রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা বিএনপির আয়োজনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট রবিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নাজমুল হক। দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।