নিজ জন্মদিনে অসহায়দের খাওয়ালেন শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান
অনলাইন ডেস্কঃ
নিজের জন্মদিনে মানুষ কত কিছুই না করে।কেক কাটা, চাইনিজ রেষ্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, ডিজে পার্টি, গান বাজনা থেকে শুরু করে কত কিছুই না করে মানুষ। নিজের জন্মদিনে ব্যাতিক্রমধর্মী আয়োজন করতে দেখা গেছে একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী সাবেকুন নাহার শিখা কে। তার ২৭’তম জন্মবার্ষিকী ব্যাতিক্রমধর্মী ভাবে উদযাপন করেন তিনি। প্রতিবছরের ন্যায় এবারও শিখা তার জন্মদিনে বিশাল আকারের কেক না কেটে শত শত গরীব অসহায় অনাহারে দিন কাটানো মানুষদের একবেলা পেট পুরে মাংস ভাতের আয়োজন করেন। ৬ আগষ্ট রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানেজপুর বাসভবনে এ কাঙ্গালী ভোজের আয়োজন করেন তিনি। এসময় সাবেকুন নাহার শিখা তার নিজ হাতে অসহায়দের মাঝে খাবার পরিবেশন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় সংসদের সদস্য শাহ কামাল রাসেল।
তার এই আয়োজনে খুশি হয়েছে গরীব অসহায় মানুষ। তারা বলেন নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। যা আমাদের মত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। পেটপুরে খাওয়া অসহায় মানুষগুলো মানবিক মহিয়সী নারী শিখার জন্য প্রাণভরে দোয়া করেন এবং বাঁকিজীবন সমাজের এমন অসহায় মানুষগুলোর পাশে যেন থাকতে পারে আল্লার দরবারে প্রার্থনা করেন। সাবেকুন নাহার শিখা গতবছর পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে সতন্ত্র প্রার্থী ছিলেন। ভবিষ্যতেও পৌরবাসীর সেবক হতে মেয়র পদে নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।