কালাইয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ কালাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাথাইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মৃত্যুবরণ করেছেন। গত ৭ মে মঙ্গলবার জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, কালাই থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশের এই সূর্য সন্তান মহান বীর মুক্তিযোদ্ধার আব্দুল ওয়াহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কালাই উপজেলা প্রশাসন। জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।