জয়পুরহাটে সেরা আরবি সরকারি উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টারঃ এসএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় জেলার শীর্ষস্থান অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে মোট ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮২ জন। পাসের হার শতভাগ। এছাড়া জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৭৯ জন। পাসের হার শতভাগ বলে জানা গেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান এর সুযোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *