কালাই উপজেলা পরিষদ নির্বাচনে মিলন ৪র্থ বারের মত চেয়ারম্যান

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: কালাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন বেসরকারিভাবে চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। বুধবার ৮ মে রাত ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত।

কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৪৫৪ ভোট পেয়ে চতুর্থ বারের মতো বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী কালাই পৌরসভার সাবেক মেয়র এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস প্রতীকে ৩০ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন। অপরদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ৭ জন। এতে কালাই পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহŸায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা উড়োজাহাজ প্রতীকে ৩৪ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী কালাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছানোয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৯১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ৩ জন। এতে কালাই উপজেলা মহিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরিনা খাতুন হাঁস প্রতীকে ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী কালাই উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মরিয়ম নেছা কলসি প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪১৩ ভোট। জানা গেছে, উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৫৫১ জন এবং নারী ভোটার ৬২ হাজার ১৮৫ জন। ভোটার ভোট দিয়েছেন ৮৫ হাজার ৮১১ জন । ভোটারের উপস্থিতি ছিল ৬৯ দশমিক ৯২ শতাংশ। উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ শাহীনুর বেগম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. মিনফুজুর রহমান মিলন, পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে গোলাম মোস্তফা এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মেরিনা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *