গাজার কসাই নেতানিয়াহু নৃশংসতায় হিটলারকেও ছাড়িয়ে গেছেন – এরদোগান
ডেস্ক রিপোর্ট: ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু নৃসংসতায় হিটলারকেও ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। তিনি বলেন, নেতানিয়াহু নৃসংসতায় এমন এক পর্যায়ে পৌঁছেছেন যে হিটলারও তাকে দেখে ঈর্ষা করবে। তিনি গত কয়েক মাসে গাজায় কী করেননি? তিনি হাসপাতালে বোমা ফেলেছেন, নারী ও শিশুদের হত্যা করেছেন, বেসামরিক লোকদের নিপীড়ন করেছেন, নিরপরাধ লোকদের ক্ষুধা, তৃষ্ণা এবং ওষুধের অভাবে ফেলেছেন। তিনি এসব নৃসংসতা বৈধতার জন্য আর কী অজুহাত দিতে পারবেন? অতীতে হিটলার কী করতেন? তিনি তো বন্দী শিবিরে লোকদের নিপীড়ন ও হত্যা করতেন। তিনি আরো বলেন, গাজাকে তিনি শুধু ৭ অক্টোবরের পরেই নয়, বহু বছর আগে থেকেই উন্মুক্ত কারাগারে পরিণত করেছেন?
৭ অক্টোবরের পর গাজায় সবচেয়ে নৃশংস ও পরিকল্পিত গণহত্যার জন্য তিনিই দায়ী। এরদোগান বলেন, নেতানিয়াহু এমন একটি স্তরে পৌঁছেছেন যা হিটলারকে তার গণহত্যামূলক পদ্ধতিতে ঈর্ষান্বিত করবে। আমরা ইসরাইল সম্পর্কে কথা বলছি। তারা অ্যাম্বুলেন্সকেও লক্ষ্যবস্তু করে। খাদ্য বিতরণ কেন্দ্রে আঘাত করে। সাহায্যকারী কনভয়গুলোতেও গুলি চালায়। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।