জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে কালেক্টর চত্তরে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। ১২ মে রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমূখ। মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের ৪০টি উদ্ভাবনী স্টল অংশ নেয়।