বগুড়ায় অতিরিক্ত দামে আইসক্রিম ও পানীয় বিক্রি, গুনতে হলো জরিমানা

বগুড়া অফিস:

বগুড়ায় তাঁত ও বস্ত্র মেলায় অতিরিক্ত দামে আইসক্রিম ও পানীয় বিক্রি করার অপরাধে ঢাকা দই ফুচকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কলোনী বাজার এলাকায় বিভিন্ন অপরাধে আরও ৩টি দোকানে জরিমানা করা হয়েছে। রোববার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

জানা গেছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে রোববার বগুড়ায় তাঁত ও বস্ত্র মেলায় অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এসময় ক্রেতা সেজে পানীয় কিনতে গেলে দেখা যায়, বোতলের নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে আইসক্রিম ও পানীয় বিক্রি করা হচ্ছে। এই অপরাধে ঢাকা দই ফুচকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এরপর বগুড়ার কলোনী বাজারের ৩ টি দোকানকে বিভিন্ন অপরাধে আরও ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *